সরাইলে মহান শহিদ দিবস পালিত
- আপডেট সময় : ০৯:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
সরাইলে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি নানা কর্মসূচি পালন করেছেন। দিবসের প্রথম প্রহরে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত আসন-৩১২ এর মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, হাইওয়ে পুলিশ, স্থানীয় ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক লীগ, জাপা, স্থানীয় কমিউনিষ্ট পার্টী, সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তবে সোমবার সকাল ৭টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শহিদ মিনারে ফুল দিয়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়েছে। ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ সমূহে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
মাহবুব খান বাবুল