মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জেলা ও উপজেলা সদরের মোট ৫০ টি মসজিদের উদ্বোধনকালে সরাইল উপজেলা সদরের মসজিদের নামও ঘোষণা করেছেন। এর আগে সমগ্র দেশে ২০০টি মসজিদ উদ্বোধন করেছিলেন। ৫৬৪টির মধ্যে আজ পর্যন্ত মোট ২৫০ টি অত্যাধুনিক মসজিদের পথ চলা শুরূ হয়েছে। তিনতলা বিশিষ্ট প্রত্যেকটি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নিচতলা, দু’তলা ও তিনতলার সুবিধা সমূহ ব্যাখ্যা করেছেন প্রধান মন্ত্রী। উপজেলা প্রশাসনের আয়োজনে সরাইলে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মো. ইসমত আলী, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, জেলা পিডব্লিউডি’র এস ডি মো. মিজানুর রহমান মজুমদার, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মনির হোসেন ভূঁইয়া, সরাইল উপজেলা আ’লীগের সভাপতি এড. মুহাম্মদ নাজমুল হোসেন, আ’লীগ নেতা ও মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. মাহফুজ আলী, বিকাল বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ মো. আমান উল্লাহ, সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার আলেম ওলামা, সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News Title :
সরাইলে মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন
- Reporter Name
- Update Time : 10:36:07 pm, Sunday, 30 July 2023
- 162 Time View
Tag :
জনপ্রিয় খবর