সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থী ইফরাতের প্রাণ
- আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল আলমাছ ভূঁইয়া (১৪) ওরফে ইফরাত নামের এক শিক্ষার্থীর প্রাণ। ইফরাত উপজেলার দেওড়া পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির মো. হাকিম ভূঁইয়ার ছেলে। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখার নবম শ্রেণির ছাত্র। ফুটফুটে তরতাজা ছেলের আকস্মিক মৃত্যুতে পিতা মাতা পাগল প্রায়। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হাকিম ভূঁইয়ার তিন ছেলের মধ্যে আলমাছ সবার বড়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের অজান্তেই নিজেদের বসতঘরের পেছনে পেয়ারা গাছের ডাল কাটতে যায় আলমাছ। তাদের ঘরের বিদ্যুতের সার্ভিস ক্যাবলটি টানা ছিল ওই পেয়ারা গাছের মধ্য দিয়েই। বিষয়টি খেয়াল করেনি সে। পুরো বডি লোহার তৈরী দা দিয়ে ডাল কাটছিল। হঠাৎ দা-এর একটি কুপ সার্ভিস ক্যাবলে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আলমাছ। এক সময় নিচে পড়ার বিকট শব্দে মা সহ সকলেই দৌঁড়ে আসেন। তখন আলমাছ আর নড়ছে না। দ্রূত চিকিৎসকের কাছে নিয়ে গেলে আলমাছকে মৃত ঘোষণা করেন।
মাহবুব খান বাবুল