সরাইলে ট্রাকের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত-২

- আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৫৫) ও ইকবাল হোসেন (২৭) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক স্থানে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মহাসড়কের বেড়তলা নামক স্থানে দাঁড়িয়ে ছিল যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিকশা (ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৭২৪২)। ঢাকা থেকে সিলেটগামী পণ্য বোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। বিকট শব্দে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান যাত্রী আব্দুর রহমান। আব্দুর রহমান জেলা সদরের সোনাইসার গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান যাত্রী ইকবাল মিয়া (২৭)। ইকবাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসর আলীর ছেলে। আহত হয়েছেন অটোরিকশা চালক। খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করেন। কিন্তু ততক্ষণে পালিয়ে গেছে ট্রাকের চালক। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশের জিম্মায় আছে।