সরাইলে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন রহমত উল্লাহ (৪৫) নামের এক মটর সাইকেল আরোহী। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক ট্রাকটি। নিহত রহমত উল্লাহ বিজয়নগর উপজেলার বুধল গ্রামের চুরূ রহমানের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ৪ কন্যা সন্তানের জনকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা পরিবার ও স্বজনরা। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিজয়নগরের বুধল বাজারে চা পাতা প্যাকেটজাত করার কারখানা রয়েছে রহমত উল্লাহর। গত সোমবার ভোর বেলা ব্যবসায়িক কাজ শেষে সরাইলের বিশ্বরোড মোড় থেকে নিজের মটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন। বাড়িউড়া এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী বেপরোয়া গতির একটি ট্রাক রহমতের মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি। হাত পা ভেঙ্গে সড়কে পড়ে যায় রহমত। রক্তাক্ত অবস’ায় ঢাকা নেয়ার পথে রহমত মারা যায়। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত কারণে নিহতের মটরবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে।
মাহবুব খান বাবুল