সরাইলে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ চলছে

- আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে সপ্তাহের শুক্র ও শনিবার দুইদিন। গত ৬ জানুয়ারি শুক্রবার থেকে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে শুরূ হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে ১৫ জানুয়ারি রোববার। বিভিন্ন গুরূত্বপূর্ণ বিষয়ের উপর অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সরাইল ও নাসিরনগরের ৩ ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৯৮ জন শিক্ষক অংশ গ্রহন করছেন। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসিমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের বাস্তবায়নে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চলছে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে সরাইল নাসিরনগরের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও মাদরাসার মোট ৩৯৮ জন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন গুরূত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহন করছেন। শিক্ষকদের মধ্য থেকেই বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণ কার্যক্রম স্বশরীরে উপসি’ত থেকে মনিটরিং করছেন সরাইল উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। প্রথম দিন প্রশিক্ষণ পরির্দশন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন। আগামী ১৫ জানুয়ারি রোববার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে প্রশিক্ষণ কার্যক্রম।