সরাইলে আন্তর্জাতিক দূর্নীতিপ্রতিরোধ দিবস পালিত
- আপডেট সময় : ০৯:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূর্নীতিপ্রতিরোধ কমিটির উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেলি বা শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সড়কে দাঁড়িয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সবশেষে নির্বাহী কর্মকর্তার দফতরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আইয়ুব খানের স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. ইসমত আলী, সদস্য আম্বিয়া বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মনসুর আলী, জয়িতা হাসনা বেগম, লায়লা নিগার ও এনজিও প্রতিনিধি মো. শরীফ উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, কাজটির সূচনা করতে হবে নিজের পরিবার থেকে। দূর্নীতি প্রতিরোধ করতে প্রত্যেকে দূর্নীতিমুক্ত করতে হবে। ব্যক্তির পরিবার, সমাজ, গ্রাম, ইউনিয়নকে দূর্নীতিমুক্ত করার লক্ষে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সরকার দিবস পালন করেন আমাদেরকে এ বিষয়ে উদ্ভুদ্ধ করতে। আগে নিজেরা উদ্ভুদ্ধ হয়ে পরে অন্যদের উদ্ভুদ্ধ করতে হবে।