সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার সরকারি শিশু পরিবার (বালিকা), ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদাররুল আলম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আ: কাইয়ুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সচিব( উপসচিব) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার (সদর) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) মুক্তা আক্তার, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনারবৃন্দ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সেতারুজ্জামান, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক রওশন আরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ছাড়াও ছিল পিঠা উৎসব, সেলাই মেশিন বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।