শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রতিবেশী ফেরাম

- আপডেট সময় : ০৭:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
“মানবতার পাশে দাঁড়াই সকলে” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন প্রতিবেশী ফোরম। আজ শনিবার দুপুর ৩ টায় শহরের সড়ক বাজার মুক্তিযোদ্ধা চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন। এতে সংগঠনের চেয়ারম্যান মেহেদী হাসান শিবলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার কাউন্সিলর মিজান আনসারী, জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সেক্রেটারী মোঃ খবির উদ্দন, পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য শ্রী বিজয় পদ দেব, ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী বিশ্বজিৎ মোদক, প্রতিবেশী ফোরামের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউসুফ খান, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি বারিন্দ্র নাথ ঘোষ, প্রতিবেশী ফোরামের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সবুজ, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোমিন প্রমূখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কনকনে এই শীতে দুঃস্থ ও অসহায়দের দুর্ভোগ লাঘবে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর আওতায় শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেয়া হয়ে।এ সময় বক্তারা বলেন,এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।এটি একটি মানবিক কাজ।৪নং ওয়ার্ড পুরো পৌরসভার জন্য শিক্ষনীয়। সবাই তাদের এ মানবিক উদ্যোগ থেকে শিক্ষা নিতে পারে।তাদের এ অগ্রযাএা অব্যাহত থাকুক।