রাজা উঠবে বাজারে ” দাম ১২ লাখ
- আপডেট সময় : ০৫:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২ ৩৩৯ বার পড়া হয়েছে
নাম ‘রাজা’। রাজকীয় সেবায় থাকেন তিনি। ওজন তার ৮৮০ কেজি রাজার দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। উঠবে এবার কোরবানির হাটে।
রাজা ব্রাহমা জাতের গরু। বয়স প্রায় আড়াই বছর। ভুষি, ছোলা, জাউসহ দেশীয় নানা জাতের খাবার খাইয়ে বড় করা হয়েছে রাজাকে। ব্রাহ্মণবাড়িয়া তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের হাজ্বী সিরাজ মিয়ার খামারে আছে রাজা। বেশ বড় আকারের সাদা রঙের রাজাকে দেখতে প্রতিদিনই ওই খামারে লোকজন আসছে। বিক্রেতা সিরাজ মিয়া জানিয়েছেন, দেশে অনেক বিত্তবান আছে কিংবা কোনো ব্যবসায়ী পেলে ন্যায্য মূল্যে তিনি গরুটি বিক্রি করে দেবেন।
সিরাজ মিয়ার ছেলে এনামুল মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে দ্বীনাজপুরের সবচাইতে বড় গরুর খামারি তৌহিন এর কাছ থেকে তিনি ব্রাহমা জাতের একটি বাছুর কেনেন। এর পর থেকে তিনি কাঁচা ঘাসের পাশপাশি ভুষি, ছোলা বুট, জাউসহ দেশীয় দানাদার খাবার খাইয়ে এটিকে বড় করেছেন। আকারে বড় এবং আচরণে রাজকীয় হওয়ায় এর নাম রাখা হয় রাজা। এটিকে সাধারণ গরুর মতোই লালন-পালন করা হয়। ৮৮০ কেজি ওজনের গরুটির বাজারদর নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। তবে প্রয়োজনে কিছু কম মূল্যে তিনি বিক্রি করবেন বলে জানান।