মাধ্যমিক পরীক্ষা-২০২৩ সরাইলে জিপিএ-৫ পেয়েছে ৫২ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
এবারের মাধ্যমিক পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোট ৫২ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। উপজেলায় পাশের হার ৬০.৩১ ভাগ। ২০২২ খ্রিষ্টাব্দের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০১ জন কম। পশের হার ছিল ৮৩.৪০ ভাগ। পাশের হারও তুলনামূলক কম। সূত্র জানায়, ২০২৩ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে তিন বিভাগে ২২২১ জন শিক্ষার্থী অংশ করে। উত্তীর্ণ হয়েছে ১৩৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। পাশের হার ৬০.৬৪ ভাগ। ভোকেশনাল থেকে মোট ৫০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের শতকরা হার ৮৮ ভাগ। আর মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১০৮ জন অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের শতকরা হার ৪০.৭৪ ভাগ। সব মিলিয়ে সমগ্র উপজেলায় মোট অংশ গ্রহন করেছে ২৩৭৯ জন। উত্তীর্ণ হয়েছে ১৪৩৫ জন। উপজেলায় পাশের শতকরা হার গড়ে ৬৩.৩১ ভাগ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত শিক্ষার জড়িত সকলকে আন্তরিক হতে হবে। বিশেষ করে পাঠদানে আরো মনযোগি ও আধুনিকায়ন প্রয়োজন। নতুবা পাশের হার কমতেই পারে।