মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তরূনের ১ বছরের সাজা

- আপডেট সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে সাঈম (২০) নামের এক তরূনের এক বছরের সাজা হয়েছে। গতকাল বুধবার সাঈমকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন চত্বর সংলগ্ন নিজসরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন এই আদেশ দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সরাইল সদরের চানমনিপাড়ার কবির হোসেনের ছেলে সাঈম। তার বিরূদ্ধে শুধু সরাইল থানায় চুরি ছিনতাই, মাদক ব্যবসাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. জয়নাল আবেদীন-২ এর নেতৃত্বে এক দল পুলিশ নিজসরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ মাদক সেবন অবস্থায় সাঈম মিয়া নামের এক তরূনকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সেখানে উপস্থিত হন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ সরওয়ার উদ্দীন। তিনি বিধি মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকাসক্ত সাঈমকে এক বছরের সাজা প্রদান করেন।