ভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সরাইল মহিলা কলেজের নুসরাত
- আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রচনা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে নুসরাত পাঠান। নুসরাত সরাইল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন নুসরাতের হাতে কৃতিত্বের সনদ ও পুরস্কার তুলে দিয়েছেন। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কলেজ পর্যায়ে এবার রচনার বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’। শর্ত ছিল ১০০০ শব্দের মধ্যে লিখতে হবে রচনা। এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে উপজেলার ৪টি কলেজ। সম্মানিত বিচারক মন্ডলীর বিবেচনায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে নুসরাত পাঠান। নুসরাতকে অভিনন্দন জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, কলেজ প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সকল প্রভাষক ও শিক্ষার্থীরা। মেয়ের কৃতিত্বে শুকরিয়া আদায় করছেন পিতা উদীচী শিল্পী গোষ্ঠি সরাইল শাখার সভাপতি মোজাম্মেল পাঠান ও মাতা সরাইল মহিলা কলেজের প্রভাষক ছাকিয়া বেগম।