ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

0
127

প্রস্তাবিত গণমাধ্যম আইনে ব্যাপক সংশোধনের মাধ্যমে সাংবাদিক বান্ধব গণমাধ্যম আইন প্রণয়নের দাবী জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ক্যাফে হাসান রেষ্টুরেন্টে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রস্তাবিত গণমাধ্যম আইন ও সাংবাদিকদের অধিকার বিষয়ক আলোচনা সভায় এ দাবী জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাসকারী সাংবাদিক ইউনিয়ন সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি পীযুষ কানি- আচার্য ও ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো.মনির হোসেন। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ইউনিয়ন সদস্য বরেন্য কবি জয়দুল হোসেন,প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আফম কাউসার এমরান,সময়টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী। ধন্যবাদ বক্তব্য প্রদান করেন সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি বিশ্বিজিৎ পাল বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here