সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ২৫৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামি মেজবাহ উদ্দিন (৫৬) শহরের ফুলবাড়িয়া এলাকার আল্লাহ’র দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন। জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাড়ে সাত কোটি টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। চলতি বছরের ২১ মার্চ তাকে কারাগারে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এনই আকন্ঞ্জি