ব্রাহ্মণবাড়িয়া অ্যাপল আইটি ইনস্টিটিউট এর সার্টিফিকেট বিতরন ও বিদায় অনুষ্ঠান

- আপডেট সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া অ্যাপল আইটি ইনস্টিটিউট এর উদ্যেগে ৬ মাস ও ৩ মাস মেয়াদী কম্পিউটার ও ইংরেজি প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট বিতরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরাকরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান। ব্রাহ্মণবাড়িয়া অ্যাপল আইটি ইনস্টিটিউট এর চেয়ারম্যান এইচ, এম এমরানুল রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, সাবেরা সুবহান সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ বদিউজ্জামান, সদর উপজেলা কেন্দ্রিয় সমবায় ব্যাংক লিঃ চেয়াম্যান আবু কাউসার। এ সময় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণের কোন বিকল্প নেই। ছাত্রছাত্রীরা তাদের এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যাবে। এমনটাই প্রত্যাশা সবার। অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।