আজকের সেমিনারে মাধ্যমে নবীন চিকিৎসকরা হেপাটলজি বিষয়ের নানান দিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।………ডাঃ মোঃ আবু সাঈদ
হেপাটোলজিতে সাম্প্রতিক অগগ্রতি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল হসপিটাল মিলনায়তনে হেপাটোলজি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মমতাজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসাপাতাল লি: এর মাননীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। উক্ত সাইন্টেফিক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল। ইন্টার্ণ ডাঃ নাদিয়া ফয়েজ প্রেরণার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ নওশীন নাওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আমিনুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের হেপাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আহসান হাবীব খান এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ এর পরিচালক (প্রশাসন) সাইমুম সাইরাস, ফার্মাকোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আফরোজা মোমেন, মাইক্রোবায়োলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জাকিউর রহমান, বায়োকেমেস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম এ সামাদ সহ সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও ইন্টার্ণ চিকিৎসকগণ সেমিনারে স্বত:ফুর্ত ভাবে অংশ গ্রহণ সম্পন্ন করেন।