সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টারে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ (০৭ আগস্ট) সোমবার সকালে সেন্টারটি খোলার সময় চুরির বিষয়টি নজরে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিদিনের মত তাদের কার্যক্রম শেষে রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে চলে যান। সোমবার সকালে এসে তারা প্রতিষ্ঠানটির পেছনের গ্রীল কাটা এবং বারান্দ খোলা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করে। জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে ৪ টি বায়োমেট্রিক পেনড্রাইভ, সিসি টিভি ক্যামেরার ডিভিআর ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।