আশা অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে দিন ব্যাপী ফিজিওথেরাপি সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িযার সরাইল উপজেলার আশা অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে দিন ব্যাপী ফিজিওথেরাপি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফিজিওথেরাপি ক্যাম্পে শতাধিক নারী ও পুরুষ রোগীকে সেবা প্রদান করা হয় এবং তাদের মাঝে ফিজিওথেরাপি বিভিন্ন ইকুইপমেন্ট বিতরণ করা হয়। এছাড়াও ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আশা অরুয়াইল সমন্বিত সাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃমোঃ আবদুল কুদ্দস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃসাহের উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবেরসাবেক সভাপতি মোহাম্মদ আরজু,স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহ কামাল, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পার্থ কুমার সরকার, ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শীল,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ,মোঃ বোরহান উদ্দিন প্রমুখ। সভায় সেবা গ্রহণকারী ,এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।