ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

- আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মাটি ও পানি জীবনের উৎস্য এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ বিল্লাল হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃইসমাইল হোসেন। আলোচনা করেন বিএডিসির বীজ উপপরিচালক ডঃ মোঃসোলায়মান তালুকদার। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি ও অন্যান্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তাগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, এনজিও কর্মী ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপসি’ত উপসি’ত ছিলেন।