ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডিওগ্ৰাফি ডে পালিত

- আপডেট সময় : ১০:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে মান নিশ্চিতে রেডিওগ্রাফাররাই প্রধান ভূমিকা পালন করে প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বাংলাদেশ এসোসিয়েশন অব রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি (বারিট) আয়োজন করে৷ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়৷ র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল মিলন হলে এসে শেষ হয়,এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এ সময় ডা: মো: আবু সাঈদ, সভাপতি স্বাচিব ও সাধারণ সম্পাদক বিএমএ, ব্রাহ্মণবাড়িয়া। ডা: মোহাম্মদ একরাম উল্লাহ,সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া। ডা: এম এ হানিফ, রেডিওলজিস্ট নিশাত মেডিকেল সেন্টার। ডা: সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক, ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল। ডা:রহমতউল্লাহ, আরএমও, ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল। ডা:খোকন দেবনাথ, সেন্ট্রাল কাউন্সিলর,বিএমএ মো:জহিরুল হক ভূইয়া,সভাপতি বিএমটিএ ও বারিট,ব্রাহ্মণবাড়িয়া। সৈয়দ মো: জুনায়েদ ইসলাম, সাধারণ সম্পাদক বিএমটিএ ও বিএমটিপি, ব্রাহ্মনবাড়িয়া।মো: মাহমুদুল হাসান শিমুল যুগ্ন সাধারণ সম্পাদক,বিএমটিএ ও বিএমটিপি,ব্রাহ্মনবাড়িয়া। মো: মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বারিট ব্রাহ্মনবাড়িয়া। মোঃ তানভীর সিদ্দিকী, জেষ্ঠ সহ সভাপতি (বারিট) ব্রাহ্মণবাড়িয়া। মোঃ শাহীনুর রহমান,সহ সভাপতি (বারিট) ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত ছিলেন৷ আলোচনা সভায় বক্তারা বলেন, রেডিও গ্রাফি স্কানিংয়ের মাধ্যমে মানবদেহের রোগ নির্ণয় করে থাকে৷ আর এর মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিত্সকরা মানুসের চিকিত্সা সেবা প্রদান করেন৷ তাই রেডিও গ্রাফির কাজে যারা নিয়োজিত তাদেরকে আরো বেশী দক্ষতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা ৷