ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক
- আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমানের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেন। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর আনুমানিক ২০.০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালিশিমা নামক এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এক কোটি বিশ হাজার টাকা মূল্যের ২,১৩০ পিস ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে (TOP-1 Golden Crown, TOP-1 Combo, Lucky Combo, BKC Combo) আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসহ যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।