সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমন মিয়া ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে ছাতিয়ান পুকুরপাড়ের একটি পাঁচতলা বিল্ডিংয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন ইমন। পরে ইমনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে এক কিশোর মারা গেছে। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।