ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

- আপডেট সময় : ০৭:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এউপলক্ষে আজ রবিবার সকালে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র ,আ,ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ,পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। জেলা প্রশাসনের আয়োজনে ও ড্রিম ফর ডিসএভিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু যখন স্কুলে ছিলেন তখন থেকেই সমাজের দুস্থ ও আসহায় মোনুষের প্রতি তার সহানুভূতি ও ভালবাসা ছিল। সবার অজান্তে তিনি দরিদ্র মানুষের পাশে থেকেছেন । এমনকি নিজের গায়ের চাঁদরটি ও বিলিয়ে দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবার আহবান জানান।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র ,আ,ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্যশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ,পৌরমেয়র নায়ার কবির ,জেলা পর্যায়ের কর্মকর্তা,আওয়ামীলীগ নেতৃবৃন্দ,শিক্ষক সাংবাদিক ও শিশুরা উপসি’ত ছিলেন।