ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর চালু হলো দুই বন্ধুর চা স্টল । চা প্রেমিদের কাছে চা পানের পাশাপশি থাকছে বই পড়ার সুযোগ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের দুই শিক্ষার্থী সখের বশে তেমনি এক ভ্রাম্যমাণ চায়ের দোকান খুললে। জানা যায় চা কুঞ্জ চা খাওয়ার পাশাপাশি বিনামূল্যে বই পড়ার সুযোগ থাকছে। চা কুঞ্জে মিলছে তিন প্রকারের চা। চা কুঞ্জের দুই উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি এই চা দোকান দিয়ে তাদের শখ মিঠাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ার মাঠ হতে যাত্রা শুরু করে গেল শনিবার চা কুঞ্জ। চা কুঞ্জের সামনে থাকছে দুই সারিতে বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন গল্প, উপন্যাস, মুক্তিযোদ্ধের ইতিহাস সম্পর্কিত বই। ভ্রাম্যমাণ চা কুঞ্জ এর দুই উদ্যোক্তা দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে।তারা জানায় পড়াশোনার পাশাপাশি এই চা কুঞ্জে তারা কাজ করবে।চা খেতে আসা রাকিব মিয়া জানাই চা কুঞ্জ সম্পূর্ণ ব্যতিক্রমী চা দোকান। দোকানের সাজসজ্জা ও বইয়ের সারি ও বাঁশ ও খড় দিয়ে সাজানো ছোট দোকানে চা পান করার ইচ্ছে জাগে। চা কুঞ্জ এর উদ্যোক্তা ফরহাদ হোসাইন রুমি জানান বিভিন্ন কলেজ , বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই চা কুঞ্জ শুরু করি। আমাদের যুব ও ছাত্র সমাজকে ভালো পরিবেশ পারে ভবিষ্যত ভালো রাখতে এটাই প্রত্যাশা আমাদের আর এ হতেই চা এর পাশাপাশি বই পড়ার সুযোগ।
প্রসন্ন দাস