ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচারণা

- আপডেট সময় : ০৯:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল সেন্দায় জাতীয় নাগরিক পার্টির প্রচারণা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ২২ জুন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশিক চৌধুরী – ঢাকা জেলা এনসিপি ও সংগঠক ব্রাহ্মণবাড়িয়া জেলা। মুজিবুর রহমান – জেলা সংগঠক রামরাইল ইউনিয়ন, সদর ব্রাহ্মণবাড়িয়া। এস এম মোশারফ রামরাইল ইউনিয়ন, সদর ব্রাহ্মণবাড়িয়া। আব্দুল আলিম – রামরাইল ইউনিয়ন, সদর ব্রাহ্মণবাড়িয়া। ফারুক আহমেদ সহ স্থানীয় পযার্য়ের অন্যান্য নেতৃবৃন্দ ও জনসাধারণ।
এসময় এনসিপি পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি প্রার্থী মোঃ আশিক চৌধুরী বলেন,আপনারা পাশে ছিলেন বলেই আমরা ফ্যাশিষ্ট মুক্ত দেশ পেয়েছি।আপনাদের সাথে নিয়ে আগামির বাংলাদেশ গড়বো।একটা বার আমাদের নেতৃত্বদানের সুযোগ দিন,আমরা আপনাদের সাথে নিয়ে কথা দিচ্ছি দেশটাকে গড়বো।আমি সহ আমার সাথে যারা রয়েছেন সকলেই আপনাদের আন্তরিকতা, আবেগ ও ভালবাসায় মুগ্ধ হয়ে গিয়েছেন। এই গণজোয়ারই প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়, মানুষ এনসিপিকে চায়। আসুন, আমরা সবাই একসাথে কাজ করি একটি নতুন বাংলাদেশ গড়তে — যেখানে থাকবে ন্যায়, স্বচ্ছতা ও প্রকৃত গণতন্ত্র।