ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৬:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকাও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পরে কুমিল্লা-সিলেট মহা সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল মতিন, সিভিল র্সাজন কার্যালয়ের ডাঃ মাহমুদুল হাসান। মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তারিকুর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বেও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িা টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন,মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, টিআইবির জেলা কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, এডাবের সভাপতি এস এম শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়েজিদুর রহমান সিয়াম প্রমুখ। সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভুইয়া ও দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খান সহ জেলা পর্য়ায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহবিভিন্নশ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।