বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণের দাবীতে পদযাত্রা
- আপডেট সময় : ০৮:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান অগ্নিপুরূষ খ্যাত ব্রিটিশদের আতঙ্ক বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটি টি সংরক্ষণের দাবী পদযাত্রা করেছেন সম্মিলিত ভাবে কয়েকটি সংগঠন। আজ মঙ্গলবার সকালে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরূ করেন। উপজেলা প্রশাসন চত্বর ঘুরে উল্লাসকর দত্তের কালীকচ্ছের বাড়িটি প্রদক্ষিণ শেষে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে কালীকচ্ছ ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহমেদ হোসেনের সঞ্চালনায় ও উদীচী সরাইল শাখার সভাপতি মোজাম্মেল হক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন-ব্রাহ্মণবাড়িয়া জেলা সাহিত্য একাডেমির সভাপতি ও কবি মো. জয়দুল হোসেন, জেলা উদীচীর সভাপতি শাহরিয়ার মোহাম্মদ বিপু, সহসভাপতি ও কবি রোকেয়া বেগম, সম্পাদক ফেরদৌস রহমান, সম্মিলিত সাংস্কৃতিক গোষ্টীর সম্পাদক এডভোকেট নুরে আলম, কবি আশেক জুনায়েদ, জেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক সাজেদুল ইসলাম, নোঙ্গরের সম্পাদক খালেদা মুন্নি, কমিউনিষ্ট নেতা দেবদাস সিংহ রায়, ফজিলাতুন্নেছা প্রমূখ। বক্তারা বলেন, বাড়িটিতে যারা বর্তমানে বসবাস করছেন তাদের বিরূদ্ধে আমাদের কোন কথা নেই। আমরা দাবী জানাচ্ছি সরকার বাহাদুরের কাছে উপমহাদেশের স্বাধীনতাকামী বীর পুরূষ উল্লাসকর দত্তের স্মৃতি রক্ষার্থে বাড়িটি সংরক্ষণের। আমাদের দাবী সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কাছে। বাড়িটি সংরক্ষণ করতে ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যেতে পারে উল্লাসকর দত্তের নাম।