সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ আহত ৫

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বাস, পিকআপ এবং সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত, আহত হয়েছেন পাঁচ জন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আমতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডাণ বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন তবে, এই ঘটনায় আহতদের পরিচয় এবং ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছেন তারা।