বিজয়নগরে নিজ বাসা থেকে নিখোঁজ তানভীর

- আপডেট সময় : ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তির সেমড়া ইউনিয়ন এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছে তানভির(১১) নামের এক কিশোর। জানা যায়, সোমবার ২৬ মে তানভীর তার নিজ বাসার সামনের এলাকা থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, বলে জানিয়েছে তার পরিবার কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।
তানভিরের বাবা মোঃ রাশেদ মিয়া জানান, “আমার ছেলে তানভীর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের এলাকায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ভীষণ দুশ্চিন্তায় রয়েছি।”
তিনি আরও জানান, ঘটনাটি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি (জিডি) আকারে সংশ্লিষ্ট থানায় লিপিবদ্ধ করা হয়েছে। খোঁজাখুঁজি এখনও অব্যাহত রয়েছে।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় কিংবা ০১৭৬৮০৮০২৭৬ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।