মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার ২ জুলাই পৌর এলাকার স্টেশন রোড রেলওয়ে মার্কেটে “মেসার্স শায়ান ফার্মা” নামক একটি ফার্মেসির মালিককে বাকিতে বিকাশ ও মোবাইল ব্যাংকিং করতে না দেয়ায় মারধরের অভিযোগ উঠেছে। “মেসার্স শায়ান ফার্মা” ফার্মেসি ব্যবসার পাশাপাশি বিকাশ ও মোবাইল ব্যাংকিং দীর্ঘদিন যাবত করে আসছে। আজ রবিবার বেলা ১২ ঘটিকায় ওই এলাকার বণিকপাড়ার আইয়ুব খানের ছেলে সুহেল (৩৫); শিমরাইলকান্দির অজ্ঞাত পিতার ছেলে আকরাম (২৮) অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধারিয়া পূর্ব পরিকল্পনায় মারাত্মক প্রাণঘাতী অস্ত্রাদিতে সজ্জিত হইয়া “শায়ান ফার্মা” ফার্মেসি ব্যবসায়ীক মুহসিনুল করিম সোহাগকে এলোপাতাড়ি মারপিট করে। তার মাথায় রামদা দিয়া স্বজোরে কোপ দিলে সোহাগ তার বাম হাত দিয়ে ফিরাইবার চেষ্টা করলে তর্জনী আঙ্গুলে মারাত্মক জখম হয়। আকরাম ধারালো ডেগার দিয়ে স্বজোরে তাকে আঘাত করিলে ডান হাতে ফিরাইবার চেষ্টা করিলে ডান হাত মারাত্মক জখম হয়। আরোও অজ্ঞাত নামারা তার সারা শরীরে এলোপাতাড়ি ভারি রড ও সাবল দিয়ে অসংখ্য আঘাত করে জখম করে। এরপর আসামিগণ তার দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৩ লক্ষ ১ হাজার ৭ শত টাকা লুট করেয়া নিয়ে যায়। দোকানের সমস্ত আসবাবপত্র প্রায় ১ লক্ষ টাকার ভাঙচুর করে ক্ষতি সাধন করে। এবং এই ব্যাপারে শালিস দরবার কিংবা মামলা মোকারদমা করিলে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে ও মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়া নাজেহাল করিবার হুমকি দিয়ে যায়।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পত্র পেয়েছি। উক্ত বিষয় প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।