বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হোয়াইট নিউজ টুয়োন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।‘স্বচ্ছ সাংবাদিকতা ও সংবাদ প্রকাশ’- শ্লোগানে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতাকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার ফলশ্রুতিতে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠা অনলাইন নিউজ পোর্টাল ‘হোয়াইট নিউজ’ আগামীতে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার মুখপত্র হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও হোয়াইট নিউজের চেয়ারম্যান এম. এ. এইচ. মাহবুব আলম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে এর সাধারণ সম্পাদক, ওয়েস্টমিনিস্টার ল-এনফোর্সমেন্ট অফিসার শরিফুল ইসলাম কার্জন। প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মোঃ মনির হোসেন, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সিনিয়র সাংবাদিক আশিকুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আকরাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, ড্রিম ফর ডিজঅ্যাবলিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না ,আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, ঢাকা পোস্ট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সভাপতি শামিম আহমেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আশিক মাহমুদ হিমেল, ডেইলি সানের জেলা প্রতিনিধি নিয়ামুল আকঞ্জি,লাখো কন্ঠের জেলা প্রতিনিধি বাহাদুর আলম, দৈনিক সকাল বেলা জেলা প্রতিনিধি আযহার উদ্দিন, আমার সময়ের জেলা প্রতিনিধি মো মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো ইমরান সংবাদকর্মী আব্দুল্লাহ আল নাঈম, প্রশন্ন দাস প্রশান্ত, চিত্র সাংবাদিক রাশেদ সওদাগর, সংকর দাস প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হোয়াইট নিউজের প্রধান বার্তা সম্পাদক ইফতেয়ার রিফাত। সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন অনলাইন নিউজ পোর্টালের পাঠক বাড়ছে। কিন্তু নাম সর্বস্ব অনেক অনলাইন নিউজ পোর্টাল অপসাংবাদিকতা করছে। এর থেকে বেরিয়ে হোয়াইট নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হলুদ সাংবাদিকতা নয়- অপসাংবাদিকতা প্রতিরোধ, দেশ ও সমাজ গঠনে অনুসন্ধানীমূলক সংবাদ প্রকাশসহ আধুনিক ব্রাহ্মণবাড়িয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এই ধারা অব্যাহত রেখে হোয়াইট নিউজ পাঠকের হৃদয়ে স্থান করে নেবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
News Title :
বর্ণাঢ্য আয়োজনে হোয়াইট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Reporter Name
- Update Time : 08:52:21 pm, Thursday, 10 February 2022
- 257 Time View
Tag :
জনপ্রিয় খবর