বছরের প্রথমদিনে জন্ম নেওয়া শিশুরা পাচ্ছে শুভসংঘের নতুন পোশাক

- আপডেট সময় : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
বছরের প্রথমদিনে জন্ম নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবজাতকরা পাবে শুভসংঘের নতুন পোশাক। শুক্রবার সন্ধ্যায় এসব পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে গতকাল শনিবার দিনভর পোশাক বিতরণ করা হয়। এ কর্মসুচির আওতায় জেলা সদরের ১৫০ শিশুকে শীতের পোশাক দেওয়া হচ্ছে। বিডি অ্যানিমেল হেলথ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সহযোগিতায় শুভসংঘ এ কার্যক্রম হাতে নেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদের হাতে ১৫টি পোশাক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না, সাধারণ সম্পাদক শারমীন সুলতানা পোশাক তুলে দেন। এ সময় ব্যবসায়ি আল-মামুন, আশরাফ উদ্দিন পিকু, মাতিন আহমেদ, মো. রিফাত, সাংবাদিক মাঈন উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক লুৎফুন নাহারের হাতেও পাঁচটি পোশক তুলে দেওয়া হয়। স্ট্যান্ডার্ড হাসপাতালে পোশাক তুলে দেওয়ার সময় ব্যবসায়ি আব্দুল কুদ্দুস, সন্দ্বিপন পাল উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা ও সুধীজন এ উদ্যোগের প্রশংসা করেন। পুরো বিষয়টি সমন্বয় করেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। শনিবার খ্রিস্টিয়ান মেডিকেল সেন্টার (মিশন হাসপাতাল), মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ কয়েকজন চিকিৎসকের হাতে পোশাক তুলে দেওয়া হয়। এ সময় মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শফিকুল আলম খন্দকারসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ‘আমরা চেষ্টা করি ব্যতিক্রম কিছু করার। এরই অংশ হিসেবে এ নিয়ে তিনবার নতুন বছরে জন্ম নেওয়া শিশুদের জন্য পোশাক দেওয়ার কার্যক্রম নেওয়া হয়। এবার ১৫০ শিশুকে শীতের জামা, প্যান্ট, টুপি, হাত ও পায়ের মোজা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকদের হাতে শনিবারও এসব পোশাক তুলে দেওয়া হবে।’বিডি অ্যানিমেল হেলথ এর চেয়ারম্যান ও শুভ সংঘের সহ-সভাপতি মো. রাসেল আহমেদ জানান, গত দুই বছর ধরে তিনি শুভসংঘের এ কার্যক্রমের সহযোগিতা করতে পেরে আনন্দিত। এ ধরণের ব্যতিক্রম উদ্যোগের সঙ্গে তিনি সব সময় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু জানান, নতুন এ বছরে কিছু ব্যতিক্রম ধারণা নিয়ে কাজ করবে শুভসংঘ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বইসহ তাক, বৃদ্ধ ও নারীদের জন্য আলাদা বসার জায়গা করে দেওয়া, অসহায়দের মাঝে শীতের পোশাক বিতরণ, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াসহ কিছু পরিকল্পনা করা হয়েছে। সকলের সহযোগিতায় বছরব্যাপি এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।