ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব আজ রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ওসম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৪১ সনে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃআবদুস সালাম,নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আবতাবুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক নুরুন্নাহার বেগম ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার প্রমুখ। সভায় অনুভূতি ব্যক্ত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী রিপা আক্তার, এডভোকেট নাসরীন জাহেরী, হালিমা আক্তার মুন্নী, রুমি আক্তার, হাবিবা জাহান, ইসরাত জাহান ডালিয়া, অভিভাবক মোঃ মাঈনুদ্দিন, সেলিম এলাহী ও মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সলিমগঞ্জ কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুছ, সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেনসহ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া আনন্দ র্যালী,বৃক্ষরোপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
News Title :
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এমপি বুলবুল
- Reporter Name
- Update Time : 09:56:30 pm, Sunday, 15 May 2022
- 281 Time View
Tag :
জনপ্রিয় খবর