ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস সেন্টারে আজ বুধবার ২০ লক্ষ টাকার মৃত্যুর দাবীর চেক ব্রাহ্মণবাড়িয়া শহরের কা্উতলীর গ্রাহক মরহুম মোঃ বসির উদ্দিনের স্ত্রী আরমিন আক্তারকে প্রদান করা হয়েছে। এত প্রধান অতিথি ছিলেনকোম্পানীর এস ভিপি ও সাভিস সেন্টারের ইনচার্জ মুহাম্মদ তাজুল ইসলামও বিশেষ অতিথি ছিলেন মোঃ গোলাম হাক্কানী,,কাজী মোঃ ওমর ফারুক,মালানা মোঃ নিয়াজ মাহমুদ,মোঃ জাহিদুল ইসলাম,ডাঃ মোঃ গোলাম হাক্কানী,খন্দকার ও অধ্যাপক শেখ মোঃজালাল উদ্দিন।
(পেস বিজ্ঞপ্তির)
News Title :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ২০ লক্ষ টাকার মৃত্যুর দাবীর চেক প্রদান
- Reporter Name
- Update Time : 09:36:37 pm, Wednesday, 26 July 2023
- 181 Time View
Tag :