নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে কেড়ি পোকার বড়ি খেয়ে মো. লিমন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামে। নিহত লিমন মিয়া উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের মৃত কাসিম মিয়ার ছেলে। ঘটনার বিবরণে জানা যায় যে, ওই দিন রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে অভিমানে লিমন বিষাক্ত দ্রব্য (কেড়ির বড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বুঝতে পেরে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করে। সদর হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।