এনই আকন্ঞ্জি
ব্রাহ্মমণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় প্রতিবেশীর বাড়ির সীমনা ঘেষে নির্মাণ কাজ এবং পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অ্যাডভোকেট নাজমুল হক রিটন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রতিবেশী আফরোজা সুলতানা সীমা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের দক্ষিণ পৈরতলা বাসিন্দা নাজমুল হক রিটন তার প্রতিবেশীর সীমানা ঘেষে কোন প্রকার জায়গা না ছেড়ে এবং পৌরসভার বিধি আইন ও বিল্ডিং কোড অমান্য করে ৪র্থ তলা বিল্ডিংয়ের আইন পাস করে পৌর কর্তৃপক্ষকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ৬ষ্ঠ তলা নির্মাণ করছে। বিল্ডিং কাজ করানোর সময় নিষেধ দিলেও কোন কর্ণপাত না করে সে নির্মাণ কাজ করে চলছে। বিবাদীরা সীমার জায়গায় প্রবেশ করে জোরপূর্বক ভাবে ভবনের আস্তর করার চেষ্টা করছে। এতে যে কোন সময় দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে।অভিযোগকারী ভুক্তভোগী আফরোজা সুলতানা সীমা জানান, তারা আমার বাড়ির সীমানা ঘেষে ভবন তৈরী করছে। আমার বাড়িতে প্রবেশ করে আস্তর করছে। অনেকবার নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। অনেকটা জোর পূর্বক ভাবেই কাজ চালিয়ে যাবার চেষ্টা করছে। চলমান এই সৃষ্ট সমস্যা থেকে পরিত্রাণের জন্য তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ও বিল্ডিং নির্মাণ কাজ ও আস্তর কাজ আপাতত বন্ধ রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রের কাছে দাবি জানান। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি তদন্ত চলছে।