জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সরাইলের শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। গত মঙ্গলবার দুপুরে অভিযানকালে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এ জাল গুলো জন সম্মুখে পুঁড়ে ধ্বংস করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, মৎস্য সপ্তাহের কর্মসূচি হিসেবে শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে নৌকায় করে অভিযান করেন ইউএনও। এ সময় উনার সাথে ছিলেন-পুলিশ কর্মকর্তা, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারি মনিরূল ইসলাম ও অফিস সহকারি মো. জসিম উদ্দিন প্রমূখ। অভিযানকালে তারা নদীতে সরাসরি কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ নিধন করছেন দেখে জালগুলো জব্দ করে ফেলেন। এ ঘটনায় চারিদিকে হৈ চৈ হলেও ওই জাল গুলো একত্র করে নদীর পাড়েই পুঁড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। পুড়িয়ে ফেলা জাল গুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, সরকারি ভাবে নিষিদ্ধ জাল গুলো জব্দ করে পুঁড়িয়ে দেয়া হচ্ছে। মৎস্য সপ্তাহ চলাকালে আমাদের এরূপ অভিযান অব্যাহত থাকবে।
মাহবুব খান বাবুল