মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ মো. জিল্লুর রহমান স্বরণে সরাইলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলা বিএনপি’র আয়োজনে সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে বিএনপি’র কালীকচ্ছের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জহিরূল হক খোকন। সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু’র সঞ্চালনায় শোক সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা এড. কামরূজ্জামান মামুন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ভিপি তাজুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রহিম গোলাপ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আরমান মিয়া, জেলা যুবদলের আহবায়ক সাজিদুর রহমান সজিব, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব নুর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, জাসাস-এর আহবায়ক রিপন ঠাকুর প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপসি’ত ছিলেন। বক্তারা প্রয়াত নেতা জিল্লুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ ও আদর্শ তুলে ধরে বলেন, এই দেশের গলতন্ত্র পূর্ণ উদ্ধারে সকল আন্দোলন সংগ্রামে জিল্লুর রহমানের বলিষ্ট নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। উনার মৃত্যুতে বিএনপি হারিয়েছে একজন ত্যাগী নেতাকে। জাতী হারিয়েছে একজন বিজ্ঞ রাজনীতিবিদকে। দল, দেশ ও জাতীর এ ক্ষতি পূরণের নয়। সবশেষে তারা প্রয়াত এই নেতার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।