কসবা প্রেসক্লাবের অবৈধ কমিটি গঠনের প্রতিবাদ

- আপডেট সময় : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
অবৈধ ভাবে রাতের আধারে কসবা প্রেসক্লাবের কমিটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অবৈধ কমিটির ওইসকল সদস্যরা। এ ঘটনায় সারা কসবায় নিন্দার ঝড় ওঠেছে। জানা যায়, কসবা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী একটি পূর্নাঙ্গ কমিটি রয়েছে। ২০২৫ সালের ৩১ মে এই কমিটির মেয়াদ শেষ হবে। একটি বিশেষ মহলের ছত্রছায়ায় এই অবৈধ কমিটি গঠন করার অভিযোগ রয়েছে। কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নেপাল চন্দ্র সাহা জানান,বিগত ৪০ বছর যাবত এই সংগঠন গঠনতন্ত্র অনুযায়ী দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে অন্তবর্তী কালিন আহবায়ক কমিটি ও নিবার্চন কমিশনার নিয়োগ করা হয়। আহবায়ক ও নির্বাচন কমিশনার এক মাসের মধ্যে নিবার্চন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে থাকেন। এর কোনোটিই করা হয়নি। এতে করে ৪০ বছরের পুরনো সংগঠনটির ভাবমুর্তিকে প্রশ্নোবিদ্ধ করা হয়েছে। অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল বলেন-আমাকে ওই কমিটিতে অর্থ সম্পাদক করলেও আমি বৈধ কমিটির অর্থ সম্পাদক হিসাবেই থাকবো। আমি অবৈধ কমিটির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একেই ভাবে কসবা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ সোলেমান খানসহ ১০ জন সদস্য লিখিত প্রতিবাদ এবং এই কমিটি প্রত্যাখান করেছেন।