এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়ি়য়ার উদ্যোগে মঙ্গলবার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হযে়ছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা ৮ এর গভর্ণর এডভোকেট এমএইচ সরকার পাশা, এপেক্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার অতীত সভাপতি, ও সাবেক জাতীয় বোর্ড সদস্য আলহাজ্ব সাদিকুল ইসলাম, এপেক্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার অতীত সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু, জিল্লুর রহমান ভূঁইয়া জনি, ইয়াসির আরাফাত ইমরুল, আইপিপি নিয়াজ মাইনুদ্দিন খান পাশা , সভাপতি মোঃ হাসানুল ইসলাম হাসান, সেক্রেটারীএন্ড ডি এন ই মোঃ আসলাম খান, সার্ভিস ডিরেক্টর মোঃ আমানুল্লাহ আমান, ট্রেজারার মোঃ মোনায়ে়ম হোসেন, সার্জেন এন্ড আর্মস মুহাম্মদ তসলিম খান, মোহাম্মদ এম এ কাইয়ুম, মোহাম্মদ মাহবুব, মোঃ পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় একশত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হযে়ছে।
News Title :
এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়ি়য়ার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
- Reporter Name
- Update Time : 09:01:58 pm, Wednesday, 19 April 2023
- 84 Time View
Tag :