ইহুদীবাদীদের মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে ইজরাইলী পণ্য বর্জনের আহবান

- আপডেট সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইহুদীবাদী ইজরাইল কর্তৃক মুসলিম নির্যাতনের প্রতিবাদে তাদের সকল পণ্য বর্জনের আহবান জানিয়েছেন বিকাল শাহী জামে মসজিদ (হাটখোলা মসজিদ) কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতুব উদ্দিন। আজ জুময়ার নামাজের পর কয়েক শতাধিক মুসল্লির উদ্যেশ্যে তিনি এই আহবান জানিয়েছেন। সেই সাথে সকল মুসল্লি ইজরাইলে নিরপরাধ মুসলমান নারী পুরুষ ও শিশুদের নির্মম ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মসজিদ কমিটির পক্ষে মাওলানা কুতুব উদ্দিন বলেন, ইহুদী জাতী ইজরাইলীরা গত ৮০ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের নির্মম ও নৃশংষ ভাবে হত্যা করেছে। গত কয়েক মাসে তারা প্রায় ১৫ হাজারেরও অধিক মুসলমানকে নির্বিচারে পাখির মত গুলি করে হত্যা করেছে। এখনো চলছে মুসলিম হত্যার মহোৎসব। সেখানকার মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ বেদুইন ইহুদীরা দখল করে নিয়েছে। খোলা আকাশের নিচে অর্ধাহার ও অনাহারে মানবেতর জীবন-যাপন করছে ফিলিস্তিনের হাজার নারী শিশু। বিশ্ব মানবতার ফেরিওয়ালা আমেরিকা বৃটেনরা এখন চুপ কেন? উল্টো ইহুদী ইজরাইলীদের তারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। পৃথিবীর দুইশত কোটি মুসলমান আর কত বসে থাকবে। আমরা ইজরাইলীদের এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জাজাবর নির্লজ্জ জাতীর ধংস কামনা করছি। নিজেদের দেশ থেকে আমরা ভাইদের জন্য কিছুই করতে পারছি না। আসুন থেকে আমরা ইজরাইলী সকল ধরণের একেবারে বর্জন করি। প্রত্যেকে ইজরাইলী পণ্য ক্রয় করা থেকে বিরত থাকুন। আশেপাশের সকলকে ওই পণ্য গুলি ক্রয়ে নিরুৎসাহিত করুন। তারা আমাদের দেশে ব্যাবসা করে আমাদের জাত ভাইদেরকেই নির্মম ভাবে হত্যা করবে। এটা হতে পারে না। আমরা এই দেশে ব্যাবসায়িক সুবিধা নিতে দেব না। নামাজ শেষে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মঙ্গল কল্যাণ করে দোয়া করা হয়েছে। আর যাযাবর অত্যাচারী ইহুদী ইজরাইলীদের ধ্বংস কামনা করা হয়েছে।