পবিত্র রমজান শুরূর আর বাকি মাত্র একদিন। শেষ মূহুর্তে সরাইলের কিছু অসহায় দরিদ্র নারী পুরূষের পাশে দাঁড়িয়েছে সরাইলের ‘বন্ধু ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। গত ৩ বছরেরও অধিক সময় ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার তারা ২০ জন দরিদ্র নারী পুরূষের হাতে তুলে দিয়েছেন ইফতার সামগ্রি। আজ প্রাণিসম্পদ কর্মকর্তার দফতরের সামনে তারা আনুষ্ঠানিক ভাবে এই সামগ্রি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জহিরূল ইসলাম রিপন, সমাজকর্মী ও শিক্ষক মো. জামাল উদ্দিন প্রমূখ। তাদের টার্গেট ১০০ জন। আরো ৮০ জনকে দিবেন সেই সামগ্রি। তাদের দেয়া সামগ্রির মধ্যে ছিল ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছানাবুট, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ ও ১ কেজি লবন।
মাহবুব খান বাবুল