আশুগঞ্জে বিজ্ঞান মেলা, কুইজ, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় এসোসিয়েশন ফর সোশ্যল সার্ভিস এন্ড ডেভেলপমেন্ট এসসাড কর্তৃক আয়োজিত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় আশুগঞ্জ উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা এবং বিতর্ক প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক। বিশেষ অতিথি ছিলেন সরকারি হাজ্বী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া, আশুগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ এস এম ফারুকুজ্জামান । শুভেচ্ছা বত্তব্য রাখেন প্রকল্পের সমন্নয়কারী মোঃ এমদাদুল হক সরকার। এছাডাও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বিজ্ঞান ক্লাবের ৩০ টি স্টল স্থান পায়।