আরিফুর রহমান স্বরণে: সরাইলে আলোচনা সভা দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির (রেজি: ব্রাহ-১০৮/৮৭) সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বুলবুল স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিতালীর আয়োজনে সকল সদস্যের আন্তরিক প্রচেষ্টায় গত শুক্রবার সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মুনির হোসেন ভূঁইয়া। উপদেষ্টা জুনায়েদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রয়াতের ছেলে মো. ওয়াহিদুর রহমান সবুজ, সাবেক ইউপি সদস্য মো. ইয়াছিন মিয়া, উপদেষ্টা মো. মহিউদ্দিন বখতিয়ার, মো. আক্তার হোসেন মন্টু, মো. মুখলেছুর রহমান, মো. হাকিম ভূঁইয়া প্রমূখ। সবাই মিতালীর সদস্যবৃন্দ ছাড়াও গ্রামের মুরব্বিসহ বিভিন্ন বয়সের কয়েকশত লোক উপসি’ত ছিলেন। সভায় বক্তারা বুলবুলের জীবদ্দশায় সাংগঠনিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সাফল্যময় বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন। মিলাদ মাহফিল শেষে বুলবুলসহ মিতালীর সকল প্রয়াত সদস্য ও গ্রামের সকল কবরবাসীর জান্নাত কামনা করে মোনাজাত করেন সরাইল রাহমাতুল্লিল আল-আমীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু আক্কাস হায়দার। সবশেষে উপসি’ত লোকজনের হাতে তাবারক তুলে দেন মিতালীর সদস্যরা।