আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন
- আপডেট সময় : ১১:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ১৭১ বার পড়া হয়েছে
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর,আশুগঞ্জ,সরাইল ও নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। আজ শুক্রবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে ১৬ সেপ্টেম্বর সরাইল উপজেলা,১৭ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা,২৪ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা ও ২৫ সেপ্টেম্বর নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করবার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় তারিখ নির্ধারণ করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বিকাল ৩ টা থেকে এ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেলাল উদ্দিন,তাজ মো.ইয়াছিন,এড.শাহআলম,হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,উম্মে ফাতেমা নাজমা শিউলী আজাদ এমপি,জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,নবীনগর উপজেলা সভাপতি ফয়েজুর রহমান বাদল ,আশুগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক আবু নাসের,নাসিরনগর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী,সরাইল উপজেলা আহবায়ক এড.নাজমুল হোসেন। সভায় অন্যান্যের মাঝে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম সংগ্রাম এমপি,পৌর মেয়র মিসেস নায়ার কবীর,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন মঈন,গোলাম মহিউদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন উপসি’ত ছিলেন। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ,আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজি ফিরোজ মিয়া,সরাইল কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছলিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।