ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী তিতাস নদীতে আগামীকাল ১১ সেপ্টেম্বর রোববার বিকেল ১:০০টায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন তথ্য জানান জেলা প্রশাসক মো: শাহগীর আলম। সভায় জেলা প্রশাসক মো:শাহগীর আলম জানান, বিগত দুই বছর করোনা ভাইরাসের প্রভাবের কারণে নৌকা বাইচ প্রতিযোগীতা করা সম্ভব হয়নি। এ বছর আমরা বেশ আড়ম্বরপূর্ণ ভাবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি করতে চাচ্ছি। তিনি জানান, প্রতিযোগীতার স্পন্সর করবেন বহুজাতিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড, ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রতিযোগীতায় দুই লাখ টাকা প্রদান করবেন বলে তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন। সভায় নৌকা বাইচ প্রতিযোগিতাকে সফল করার লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেনজেলা প্রশাসক মো: শাহগীর আলম। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো: আমিনুল ইসলাম, সিভিল সার্জন একরাম উল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
News Title :
আগামীকাল ১১ সেপ্টেম্বর তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা
- Reporter Name
- Update Time : 07:02:14 pm, Saturday, 10 September 2022
- 119 Time View
Tag :
জনপ্রিয় খবর