সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় মার্কেটের পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৫৫৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদে শনিবার বেলা পৌনে ১টার দিকে মার্কেটের পিলার ভেঙে আকাশ দাস নামে এক শ্রমিক মারা গেছে। নিহত আকাশ ওই এলাকার হরিলাল দাসের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিস্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় নূর মার্কেটে অন্যদের সঙ্গে শ্রমিকের কাজ করছিলেন। তারা একটি পুরনো পিলার ভাঙার সময় সেটি হঠাৎ শ্রমিকদের ওপর পড়ে। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায় আকাশ। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।