সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় মাজারের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর শাহ পীর কল্লা শহীদ (র:) মাজারের পাশ থেকে অজ্ঞাতনামা (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার খরমপুর শাহ পীর কল্লা শহীদ (র:) মাজারের পূর্ব পাশের ওয়াকফ এসেস্টের মোছাফিরখানার পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মাজারের লোকদের মাধ্যমে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে করি।
তিনি আরও জানান, ওই যুবকের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি দাফন করবে।