ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত
- আপডেট সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওদের ভূমিকা তুলে ধরে তূণমূল পর্যায়ে উন্নয়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ২ ডিসেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর ২১তম প্রতিষ্ঠা দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও ‘হোপ, সুক, উপলব্ধি ,শিখা, ‘ এই চার চারটি সংস্থা কে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে । তিনি তাঁর বক্তব্যে এনজিও ফাউন্ডেশনের দীর্ঘ দুই দশকের পথচলার প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে সেবামূলক কাজগুলোকে আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি বলেন, “সরকারি প্রচেষ্টার পাশাপাশি এনজিওগুলোর আন্তরিক কার্যক্রমই পারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনকে ত্বরান্বিত করতে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: আরজু মিয়া, এডাব সভাপতি এস. এম. শাহীন, নির্বাহী পরিচালক, স্বপ্নতরী মো: তাহের উদ্দিন ভূঁইয়া , নির্বাহী পরিচালক শিখা ওমরাও খান ।
সভায় সভাপতিত্ব করেন মোঃ শরিফ উদ্দিন, নির্বাহী পরিচালক,হোপ ।সভায় স্বাগত বক্তব্য রাখেন মো: সাদেকুর রহমান, পরিচালক (কার্যক্রম), সুক। প্রধান বক্তা ছিলেন এ.কে.এম আসাদুজ্জামান কল্লোল, নির্বাহী পরিচালক হোপ। অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন নূরে আলম, জোনাল ম্যানেজার, জাগরণী চক্র ফাউন্ডেশন, মো: হুমায়ুন কবির, সভাপতি, হোপ, আবু কাওছার, সাধারণ সম্পাদক, হোপ।













